কষ্টের ঘর,,,

শূন্যতা
কষ্টের কবি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

শূন্যতা আজ আমার বুকে,
এক আকাশ কষ্ট নিয়ে,
নীলিমার ঐ নীল সাগরের ঢেউ
আঘাত করে আমার
এই হৃদয়টাকে,
অস্থির মন তোমাকে ভাবে,
কিছুতেই ভুলতে না পাড়ে।।।।।
না পাওয়ার যন্ত্রনা,
সীমাহীন বেদনা,
অবুঝ হৃদয়ের রক্তক্ষরণ,,,,
সবটুকু ঝড়ে পরে।।।।
তবু তুমি এলেনা,
আমার এই অগোছালো মনের ঘরে।
তবুও শূন্য এ হৃদয়
আজো তোমার প্রতিক্ষায়,,,
ধুকে ধুকে ভাবছে বসে,
যদি কখনো আসো ফিরে,
সেই সব বাধা সীমানা পারি দিয়ে,
আমার এই শূন্য হৃদয় ঘরে।।

কষ্টের কবি,
সাদিন

Comments

Popular posts from this blog

বাংলা কষ্টের কবিতা